Site icon Jamuna Television

রাজধানী পাল্টাচ্ছে ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

ক্রমশ বসবাসের অনুপযোগী হয়ে ওঠায় নিজেদের রাজধানী বদলে ফেলছে ইন্দোনেশিয়া। নতুন রাজধানী হিসেবে তারা বেছে নিয়েছে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার পার্লামেন্টে রাজধানী স্থানান্তরের বিল পাশ হয়। ফলে এখন প্রেসিডেন্ট জোকো উইডোডোর সামনে নতুন রাজধানী তৈরিতে আর কোনো বাধা থাকল না। ২০১৯ সালে রাজধানী পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট জোকো।

জানা গেছে, প্রেসিডেন্টের ইচ্ছা নতুন এ রাজধানীর নাম দেয়া হয়েছে নুসানতারা। বর্তমান রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নুসানতারা। দ্বীপটিতে অবকাঠামো নির্মাণের জন্য ৩২.৫ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছে দেশটি। নির্মাণাধীন এ শহরটি মানুষের বসবাসের উপযোগী হতে সময় লাগবে আরও এক যুগ।

তবে জঙ্গলে ঘেরা ও অসংখ্য প্রাণীর অভয়ারণ্য বোরেনো দ্বীপকে নতুন রাজধানী হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্তের প্রতি আপত্তি জানিয়েছেন দেশটির পরিবেশবাদীরা।

/এসএইচ

Exit mobile version