Site icon Jamuna Television

ঢাবির সাবেক অধ্যাপক সাইদা খালেক হত্যাকাণ্ডের দায় স্বীকার রাজমিস্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সাইদা গাফফার খালেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজমিস্ত্রী আনারুল।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নির্মাণ শ্রমিক আনারুল।

গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হন অধ্যাপক সাইদা খালেক। কাশিমপুরের পাইনশাইল এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্পের একটি প্লটের কাজ করছিলেন তিনি। পরে তার বাড়ির নির্মাণ শ্রমিক আনারুলকে গ্রেফতার করলে তার দেয়া তথ্যমতে প্রকল্প এলাকার ভেতর থেকে অধ্যাপকের মরদেহ ও দুটি মোবাইল ফোন উদ্ধার হয়।

এ ঘটনার রহস্য উন্মোচনে অভিযুক্ত নির্মাণ শ্রমিককে তিন দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে গাজীপুর মেট্রোপলিটন আদালতের বিচারক মো.নিয়াজ মাখদুমের আদালতে হত্যার বর্ণনা দেন ঘাতক আনারুল।

আরও পড়ুন: কুমিল্লায় ৮ শিক্ষকের করোনা শনাক্তের পর স্কুল বন্ধ ঘোষণা

জেডআই/

Exit mobile version