Site icon Jamuna Television

কুমিল্লায় ৮ শিক্ষকের করোনা শনাক্তের পর স্কুল বন্ধ ঘোষণা

প্রতীকী ছবি।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য স্কুলটি বন্ধ ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম।

তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের রিপোর্ট পজেটিভ আসে। ফলে স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত ওই স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানী জানান, প্রথমে আমি নিজে করোনা আক্রান্ত হয়েছি। পরে আমার স্বামীরও করোনা পজিটিভ আসে। পরবর্তীতে আরও দুই শিক্ষক করোনায় আক্রান্ত হন। এরপর অন্য শিক্ষকদের টেস্ট করালে আমিসহ ৮ জনের করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত শিক্ষকরা হলেন, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জনানো হয়েছে।

/এসএইচ

Exit mobile version