Site icon Jamuna Television

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

নারীদের কমনওয়েলথ গেমস ক্রিকেট প্রতিযোগিতায় বাছাই পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার নারীদের করা ৯ উইকেটে ৪৯ রানের লক্ষ্য মাত্র ৮ ওভারে টপকে যায় নিগার সুলতানার দল।

টস জিতে বল হাতে শুরু থেকেই দাপট দেখায় টাইগ্রেসরা। নিয়মিত বিরতিতে সবাই উইকেট তুলে নিলে ৪৯ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়ার নারীরা। যেখানে অধিনায়ক উইনিফ্রেড ডুরাইসিঙ্গাম ১২ আর মাস এলসারের ১১ রান ছাড়া আর কেউই দুই অংকের কোটায় পৌঁছাতে পারেনি। টাইগ্রেসদের হয়ে রোমানা আর সুরাইয়া আজমিন নিয়েছেন দু’টি করে উইকেট। সালমা-নাহিদা-রিতু নিয়েছেন একটি করে উইকেট।

৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার শামিমা সুলতানা আর মুর্শিদা খাতুন। শামিমা ২৮ আর মুর্শিদার ১৪ রানে আউট হলেও জয় তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

ম্যাচসেরা হয়েছেন ৪ রানে ২ উইকেট নেয়া রুমানা আহমেদ। আসরের ২য় ম্যাচে বুধবার কেনিয়ার নারীদের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা।

জেডআই/

Exit mobile version