Site icon Jamuna Television

আস্থা ভোটে টিকে গেলো লংকান সরকার

আস্থা ভোটে জয় পেলো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে’র সরকার। বুধবার, পার্লামেন্টে হয় এই ভোটাভুটি। ২২৫ আসনের পার্লামেন্টে, ১২২ আইনপ্রণেতা জোট সরকার টিকিয়ে রাখার পক্ষে ভোট দেন। অন্যদিকে, বিরোধীতা করেন ৭৬ পার্লামন্ট সদস্য।

পুঁজি বাজার কেলেঙ্কারি এবং গেলো মাসে ক্যান্ডি রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে সরকার ব্যর্থ ছিলো; এমন অপবাদে বিক্রমাসিংহের ওপর আনা হয় অনাস্থা প্রস্তাব।

এই ভোটে দ্বিধাবিভক্ত ছিলো প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা’র শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি – SLEP। ২০১৭ সালে দেশটির জিডিপি হার ছিলো ৩ দশমিক ১ শতাংশ। যা, দীর্ঘ ১৬ বছরের মধ্য সবচেয়ে কম।

এছাড়া, শ্রীলঙ্কান সমুদ্রসীমায় চীনের বাণিজ্যিক আগ্রাসন ঠেকাতেও বিক্রমাসিংহের সরকার ব্যর্থ- রয়েছে এমন অভিযোগ।

 

Exit mobile version