Site icon Jamuna Television

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ, ৩ কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত।

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঘটা এই দুর্ঘটনায় প্রাণ হারান ৩ কর্মকর্তা।

মুম্বাইয়ে নৌবাহিনীর ডক ইয়ার্ডে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ হয় এ বিস্ফোরণ। এ সময় কর্মকর্তারা জাহাজের মধ্যেই ছিলেন বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে অস্ত্র বা গোলাবারুদের কোনো যোগসূত্র নেই।

জাহাজটিতে থাকা সরঞ্জামের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনার পরই অন্যান্য ক্রুরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ২০২১ সালের নভেম্বর থেকে ইস্টার্ন ন্যাভাল কমান্ডে আন্তঃউপকূলীয় অভিযানে মোতায়েন ছিল আইএনএস রণবীর।

এসজেড/

Exit mobile version