Site icon Jamuna Television

জনসংখ্যার চাপ সামলাতে বদলে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী

জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে জাকার্তা (বামে), নতুন রাজধানি নুসানতারা (ডানে)। ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে ‘নুসানতারা’। জাভানিজ ভাষায় যার অর্থ দ্বীপপুঞ্জ। মঙ্গলবার (১৮ জানুয়ারি)) দেশটির পার্লামেন্টে এ বিষয়ক বিল পাসের পরই শোনানো হয় নামটি। এই পরিকল্পনা বাস্তবায়নে ৪৬৬ ট্রিলিয়ন রুপিয়া বরাদ্দ ধরা হয়েছে।

এর আগে ২০১৯ সালে প্রথমবার পার্লামেন্টে রাখা হয় রাজধানী স্থানান্তরের প্রস্তাব। মূলত, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত জনবহুল হয়ে পড়েছে দেশটির বর্তমান রাজধানী জাকার্তা। তাছাড়া দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডুবে যাচ্ছে শহরটির বহু অংশ। যা এক কোটির বেশি জনসংখ্যার রাজধানীটির জন্য মহাবিপদ সংকেত।

তাই বর্নিও থেকে ১৩০০ কিলোমিটার দূরের সমুদ্রঘেরা পূর্ব কালিমানতানে গড়ে তোলা হবে নতুন রাজধানী। সেখানে ৩৭ লাখ মানুষের বসবাস। জঙ্গল এবং ওরাংওটাংয়ের আবাসস্থলের জন্য পরিচিত এই স্থান।

এসজেড/

Exit mobile version