Site icon Jamuna Television

দেশীয় উদ্যোক্তাদের পণ্যে জমজমাট বাণিজ্য মেলা

দেশীয় উদ্যোক্তাদের পণ্যের মাধ্যমে বাণিজ্য মেলায় এসেছে বৈচিত্র্য। ব্যতিক্রম আয়োজনে আগ্রহ দেখাচ্ছে দর্শনার্থী। পছন্দ করে কিনছেন পণ্য। পোশাক, খাদ্য থেকে শুরু করে হাতে তৈরি নানান পণ্য নিয়ে হাজির হয়েছে উদ্যোক্তাদের প্লাটফর্ম ‘আনন্দ মেলা’। তবে উদ্যোক্তারা বলছেন, ব্যবসা সম্প্রসারণে বড় বাধা পুঁজির অভাব।

বাণিজ্য মেলার উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্ম ‘আনন্দ মেলা’ স্টলে ৩ হাজার নারী উদ্যোক্তার মধ্য থেকে লটারির মাধ্যমে পণ্য উপস্থাপনের সুযোগ পেয়েছে ৬০ জন উদ্যোক্তা। বলা হচ্ছে, দেশীয় এসব উদ্যোগ সম্পর্কে বিশ্বব্যাপী জানাতে প্রচারণা দরকার। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে দরকার মূলধন।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যে দর্শনার্থীদের আগ্রহ বেশি। তবে মেলার স্থান নির্বাচন নিয়ে আছে হতাশা। দর্শনার্থীরা বলছেন, আগের যে কোনো সময়ের তুলনায় এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিসর কম।

করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশের ক্ষেত্রে পরামর্শ দিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এসজেড/

Exit mobile version