Site icon Jamuna Television

হরিণ শিকার মামলায় সালমান খানের ২ বছরের কারাদণ্ড

দুর্লভ কৃষ্ণ হরিণ শিকার মামলায় ২ বছরের কারাদণ্ড হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। আজ রাজস্থানের যোধপুরের আদালত এই রায় দিয়েছেন। বাকি আসামিদের মধ্যে সাইফ আলী খান, নীলম, সোনালী বান্দ্রে ও টাবু খালাস পেয়েছেন।

৫২ বছর বয়সী সালমান এর আগে আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, হরিণগুলো এমনিতেই মারা গেছে। তাকে ফাঁসানো হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুযায়ী সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ৫১ ধারার অধীনে সর্বোচ্চ সাজা ৬ বছর হওয়ার সুযোগ ছিলো।

সালমান খানের আইনজীবী এইচ এম সরস্বত বলেন, মামলায় অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমান করতে পারেনি। রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতি ও অতিরঞ্জিত করে উপস্থাপন ও ভুয়া সাক্ষ্যপ্রদানের অভিযোগও আনেন তিনি। বলেন, গুলিতেই যে হরিণের মৃত্যু হয়েছে, তা প্রমাণ করা যায়নি।

১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শ্যুটিংয়ের জন্য রাজস্থানে যান সালমান ও সহশিল্পীরা। ১ এবং ২ অক্টোবর যোধপুরের কাছে কঙ্কনি গ্রামে তারা দুটি বিরল প্রজাতির কৃষ্ণ হরিণ শিকার করেন।

Exit mobile version