Site icon Jamuna Television

করোনার উচ্চ ঝুঁকিতে দেশের ১২ জেলা, বাড়ছে নমুনা পরীক্ষার চাপ

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২টি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনায় শনাক্তের হার বৃদ্ধির ফলে হাসপাতালগুলোতে চাপ বেড়েছে নমুনা পরীক্ষার।

রাজধানীর ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে সকাল ৯টা থেকে করোনা পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। এসব হাসপাতালের আউটডোরে ঘুরে দেখা গেছে, পরীক্ষা করাতে আসা রোগীদের ভিড় রয়েছে। রোগীরা জানান, সবারই রয়েছে উপসর্গ। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে এসেছেন পরীক্ষা করাতে।

এসজেড/

Exit mobile version