Site icon Jamuna Television

খুলনার নিখোঁজ বিএনপি নেতা কক্সবাজার থেকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

খুলনা জেলার বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলামকে কক্সবাজারের রামু থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার খুনিয়া পালংএর তুলাবাগান এলাকার সিএনজি চালক আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল ফোন ট্র্যাকিং করে রামুর তুলাবাগানে সন্ধান পাওয়া যায় খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের। দুপুরে তাকে চট্টগ্রামে নেয়া হচ্ছে। চট্টগ্রাম রেন্জের ডিআইজি মোখলেসুর রহমান এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

আফরুজুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মগোপন করেন বলে পুলিশ ধারণা করছে।

সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম গত ১৮ মার্চ নিখোঁজ হন। খুলনার ডুমুরিয়া মঙ্গলকোট এলাকা থেকে মোটর সাইকেলযোগে ১৮ মাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। ওই বিএনপি নেতা নিখোঁজ নাকি কেউ তুলে নিয়ে গেছে, সে বিষয়ে জানাতে পারছিল না তার পরিবার।

Exit mobile version