Site icon Jamuna Television

এখন রিকশাওয়ালারাও সরু চাল খায়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

চালের কোনো হাহাকার নেই, এখন রিকশাওয়ালারাও সরু চাল খায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বাজারে চালের কোনো হাহাকার নেই। চালের উৎপাদন হচ্ছে। এখন রিকশাওয়ালারাও সরু চাল খায়। বড় বড় গ্রুপ বাজার থেকে সরু চাল কিনে প্যাকেটজাত করে বিক্রি করার কারণে দাম বেড়েছে। কাল থেকে ১ হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে সারা দেশে ওএমএস’র মাধ্যমে চাল বিক্রি হবে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।

এ সময় আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রফতানির বিষয়টি মাথায় রেখে স্থানীয় পর্যায়ে সমন্বয় করতে ডিসিদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, ফসলের দাম মাঠ থেকে ঢাকায় এসে কেনো বড় ফারাক হবে তা দেখতে হবে ডিসিদের। এটা নিয়ে মাঠ পর্যায়ে স্টাডি করতে হবে।

ইউএইচ/

Exit mobile version