Site icon Jamuna Television

ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৪ লাখ ৬৪ হাজার করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

ফ্রান্সের দৈনিক সংক্রমণে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। পাবলিক হেলফ ফ্রান্স সর্বশেষ তথ্যের উদ্ধৃতি দিয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে চার লাখ ৬৪ হাজার ৭৬৯ জন। এদিন করোনার প্রকোপে দেশটিতে মারা গেছেন ৩৭৫ জন।

আরও জানা গেছে, গত সাত দিন ধরে ফ্রান্সে দৈনিক সংক্রমণ তিন লাখেরও বেশি। এদিকে বিশ্বজুড়ে দু’দিনের ব্যবধানে আবারও ৩০ লাখের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হলো। ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

দৈনিক সংক্রমণ শনাক্ত এবং প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে মিললো করোনা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬শ’র বেশি। দ্বিতীয় অবস্থানেই আছে ফ্রান্স, আর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। আরও দু’লাখ ৭৮ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। দেশটিতে মারা গেছেন ৪৪২ জন।

ইতালিতেও এদিন দু’লাখ ২৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দুই লাতিন দেশ- ব্রাজিল ও আর্জেন্টিনায় শনাক্ত হলো এক লাখ ২০ হাজারের বেশি সংক্রমণ। করোনা মহামারিতে মোট প্রাণহানি ৫৫ লাখ ৭২ হাজারের বেশি।

Exit mobile version