Site icon Jamuna Television

রেকর্ড ও বিশ্বরেকর্ডের ম্যাচে বড় জয় পেল বাঘিনীরা

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে কেনিয়ার বিপক্ষে জুটিতে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশ জাতীয় নারী দলের সালমা খাতুন ও রিতু মনি। অপরদিকে বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ব্যক্তিগত এসব উজ্জ্বল পারফরমেন্সের সমষ্টিতেই ৮০ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

বুধবার (১৯ জানুয়ারি) কিনরারা একাডেমি ওভাল মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ তোলে ১২৫ রান। কেনিয়ার বিপক্ষে ম্যাচে সালমা খাতুন এবং রিতু মনির জুটিতে এসেছে ৭৫ রান। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে ৭২ রানের জুটি গড়ে রেকর্ড করেছিলেন তাঞ্জানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদি।

আরও পড়ুন: প্রশ্নবিদ্ধ পাকিস্তানি পেসার হাসনাইনের বোলিং অ্যাকশন

এই রান তাড়া করতে কেনিয়া অলআউট হয়েছে মাত্র ৪৫ রানে। মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদা। আর সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বিপিএল থেকে ২-৩ জনকে পাওয়া যাবে জাতীয় দলে, আশা করছেন সাকিব

Exit mobile version