Site icon Jamuna Television

ইসরায়েলের সাথে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিলেন এরদোগান

ছবি: সংগৃহীত।

দ্বিপাক্ষিক গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে ইসরায়েলের সাথে সম্পর্কোন্নয়নের পরিকল্পনা করছে তুরস্ক। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

এরদোগান জানান, ইসরায়েলের সাথে যৌথ গ্যাসলাইন প্রকল্প এগিয়ে নেবে তুরস্ক। এ লক্ষ্যে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেরজোগের তুরস্ক সফরের কথাও রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক হয়ে ইউরোপে ইসরায়েলি গ্যাস সরবরাহের বিষয়ে আগেও আলোচনা হয়েছে। নতুন করে এখনও আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। আমরাও ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবো।

ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহে তুরস্ককে রুট হিসেবে ব্যবহার নিয়ে বহুদিন ধরেই চলছে আলোচনা। তবে ইসরায়েলের সাথে শীতল সম্পর্কের কারণে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে তুরস্ক।

আরও পড়ুন: মহামারি শেষ হতে এখনো অনেক দেরি: ডাব্লিউএইচও প্রধান

জেডআই/

Exit mobile version