Site icon Jamuna Television

সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে ইয়ানিক হ্যানফ-ম্যান’র বিপক্ষে সহজ জয় পেয়েছেন রাফায়েল নাদাল। এই জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্পেনের এই তারকা খেলোয়াড়।

কোর্টে একচেটিয়া প্রভাব বিস্তার করে ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে জার্মানির হ্যানফ-ম্যানকে পরাস্ত করেন নাদাল। দ্বিতীয় রাউন্ডের খেলায় ১৬টি ব্রেক পয়েন্টের সুযোগ তৈরি করেন তিনি। এর মধ্য থেকে ৪টিতে পয়েন্ট আদায় করে নেন এই স্প্যানিয়ার্ড। জয় পেতে কঠিন কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি এই টেনিস তারকাকে।

আরও পড়ুন: অ্যাশেজ পরবর্তী উৎসব থামাতে ডাকতে হলো পুলিশ! (ভিডিও)

এদিকে সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নেমে সহজেই প্রথম দুটি বাধা টপকালেন রাফায়েল নাদাল। ক্যারিয়ার গ্র্যান্ডস্ল্যামকে ২১’এ উত্তীর্ণ করার মাধ্যমে ইতিহাস গড়ার পথেই আছেন পঞ্চম বাছাই এই সুপারস্টার।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌরভ-দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ কোহলির সামনে

Exit mobile version