Site icon Jamuna Television

কুমিল্লার নেতৃত্বে ইমরুল কায়েস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে থাকছেন বাঁহাতি ব্যাটার ইমরুল কায়েস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির কতৃপক্ষ।

সবশেষ ২০১৯ সালে বিপিএলের আসরে ইমরুলের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শুরুতে দলের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। এই অজি তারকার ইনজুরির কারণে ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দেয়া হয় ইমরুল কায়েসকে।

আরও পড়ুন: বিপিএল থেকে ২-৩ জনকে পাওয়া যাবে জাতীয় দলে, আশা করছেন সাকিব

আগামী ২২ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

আরও পড়ুন: কোয়ারেন্টাইন জটিলতায় নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর স্থগিত

Exit mobile version