Site icon Jamuna Television

পায়রা বন্দর একটি লাভজনক প্রকল্প হতে যাচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

পায়রা নদী বন্দর ভবিষ্যতের একটি লাভজনক প্রকল্প হতে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে পায়রা বন্দর কর্তৃক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দর ভবিষ্যতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার ফলে পায়রা বন্দর এ অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করেছে। পায়রা বন্দরকে ঘিরে জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, দু’টি বিশ্ববিদ্যালয়, নৌঘাঁটি নির্মিত হচ্ছে। কুয়াকাটায় পর্যটনের হাব রয়েছে। পায়রায় বিদ্যুতের নতুন হাব হবে।

এছাড়া টাগবোট দু’টি নির্মিত হলে সার্চ এন্ড রেসকিউ, বাণিজ্যিক জাহাজকে অগ্নিনির্বাপণে সহায়তা করা, দুর্ঘটনাকবলিত জাহাজকে টেনে নিরাপদে নিয়ে আসা, উত্তাল সমুদ্রে পাইলট ট্রান্সফারে সহায়তা করাসহ নানাবিধ অত্যাবশ্যকীয় কাজে টাগবোটগুলি ব্যবহৃত হবে।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, আমাদের সমুদ্র সীমার পরিধি বেড়ে যাচ্ছে। মোংলা বন্দরের আউটারবারে ড্রেজিং করা হয়েছে। ইনারবারে ড্রেজিং চলছে। সেখানে ৯ মিটারের অধিক ড্রাফটের জাহাজ আসতে পারবে। চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল নির্মাণের কাজ চলছে, সেখানে ২৪ ঘণ্টা জাহাজ আসা-যাওয়া করবে। মাতাবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ বিশ্বের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এক লক্ষ টন ওজনের জাহাজ মাতাবাড়িতে ভিড়তে পারবে।

Exit mobile version