Site icon Jamuna Television

মার্চে বাজারে আসছে ‘মেসি বার্গার’

ছবি: সংগৃহীত।

ক্রীড়া অঙ্গনে অনেক তারকার নামেই খাবারের প্রচলন ঘটেছে। সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ, বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, স্টিফেন কিংদের নামে বানানো হয়েছিল বার্গার। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে মেসির নাম।

ইংল্যান্ডের চেইন রেস্তোরাঁ হার্ড রক ইন্টারন্যাশনাল মেসির নামে বাজারে বার্গার ছাড়তে যাচ্ছে। আগামী মার্চ থেকেই রেস্তোরাঁটির সব শাখায় ‘মেসি বার্গার’ পাওয়া যাবে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও মায়ামিতে এই বার্গার বিক্রি শুরু করেছে ফাউন্ডেশনটি।

যদিও মেসি বার্গারের দাম এখনও জানা যায়নি। তবে পরীক্ষামূলকভাবে বিক্রির সময় এর দাম ছিল ১১.৯৫ ডলার। যা বাংলাদেশি মূল্যে প্রায় ১ হাজার ৩৩ টাকা। গরুর মাংস, বিশেষভাবে বানানো রুটি, পনির, লেটুস, পনির, টমেটো, লাল পেঁঁয়াজ এবং হার্ড রকের সসেজ দিয়ে বার্গারটি বানানো হয়।

হার্ড রক রেস্তোরাঁর প্রধান নির্বাহী জন লুকাস জানিয়েছেন, বিশ্বের খ্যাতিমান ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে আমাদের জুটি আরও এগিয়ে নেওয়াটা সম্মানের বিষয়। হার্ড রকের বিখ্যাত বার্গার এখন তার নামেও পাওয়া যাবে।

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ; পাকিস্তানের তিনজন, নেই কোনো ভারতীয়

জেডআই/

Exit mobile version