Site icon Jamuna Television

‘সৌমিত্রর মতো জীবনে এত যত্ন করে কেউ চুল আঁচড়ে দেয়নি’

বেলাশুরু’র শুটিং চলছিল তখন। পরিচালক নন্দিতা-শিবপ্রসাদের কাছে সৌমিত্র জানতে পারলেন তাকে স্বাতীলেখার চুল আচড়ে দিতে হবে। শুনে কী বলেছিলেন তিনি? শিবপ্রসাদ বললেন, সৌমিত্রদা দৃশ্য জেনে বলেছিলেন, জীবনে কোনও দিন দীপার চুলই আঁচড়ে দিলাম না! এখানে স্বাতীলেখার চুল আঁচড়াতে হবে? খবর আনন্দবাজার পত্রিকার।

শিবপ্রসাদের মনে আছে ওই দৃশ্য শুট হওয়ার পরে স্বাতীলেখা বলেছিলেন, জীবনে এত যত্ন করে কেউ কোনও দিন তাকে চুল আঁচড়ে দেয়নি।

মৃত্যু ছিনিয়ে নিয়েছে দুই মহীরুহ শিল্পীকে। পর্দায় তবু দম্পতি হয়েই রয়ে গেলেন সৌমিত্র-স্বাতীলেখা, চিরকালের মতো। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর ‘বেলা শেষ’ এর পরে তাদের ছবি ‘বেলা শুরু’ দিয়ে শেষবারের মতো পর্দায় ফিরে আসছেন প্রয়াত এই দুই শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাকেই উৎসর্গ করে উইন্ডোজ প্রোডাকশন্স এর ব্যানারে সিনেমাটি চলতি বছরের ২০ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Exit mobile version