Site icon Jamuna Television

এ বছরই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া

ছবি: সংগৃহীত।

টেনিস খেলায় ইতি টানতে যাচ্ছেন ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতা সানিয়া মির্জা। এ বছরের শেষেই আসতে পারে এ সিদ্ধান্ত।

বুধবার (১৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস থেকে বিদায় নেওয়ার পরেই এ সিদ্ধান্ত জানান শোয়েব মালিক পত্নী। তবে জানিয়েছেন, যতদিন খেলবেন, চেষ্টা করবেন যত বেশি খেলা যায়।

অস্ট্রেলিয়ান ওপেনে নাদিয়া কিচেনকে নিয়ে হেরেছেন কাজা জুভান ও তামারা জিদানেস জুটির বিপক্ষে। এরপরই সাংবাদিক সম্মেলনে বলেন, ঠিক করেছি এটাই আমার শেষ মরসুম হতে চলেছে। প্রত্যেক সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কিনা জানি না। কিন্তু চেষ্টা করবই।

ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্রান্ড স্লাম জিতেছেন সানিয়া। ডাবলসে শীর্ষস্থানেও ছিলেন একসময়। যদিও সিঙ্গেলসে উঠতে পেরেছিলেন সর্বোচ্চ ২৭ নম্বরে। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তার। ২০১৬ সালে সর্বশেষ গ্রান্ড স্লাম জিতেছিলেন তিনি। সেবার অস্ট্রেলিয়ান ওপেনে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে ট্রফি হাতে তুলেছিলেন তিনি। মোট ছয়টি গ্রান্ড স্লাম জিতেছেন সানিয়া।

আরও পড়ুন: টি-টোয়েন্টি ম্যাচে ম্যাক্সওয়েলের ১৫৪, দলের ২৭৩

জেডআই/

Exit mobile version