Site icon Jamuna Television

মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪০০ যাত্রী

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল দুই যাত্রীবাহী বিমানের। তবে রাডার কন্ট্রোলারের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান দুই বিমানের ৪০০ যাত্রী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় দেশটির বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দুই বিমান মুখোমুখি চলে আসে। ৭ জানুয়ারির এই ঘটনা বুধবার (১৯ জানুয়ারি) এনডিটিভি জানিয়েছে।

রাডার কন্ট্রোলার মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ এড়াতে একটি বিমানকে বিকল্প রুটে যাওয়ার নির্দেশনা দেয়। বেঙ্গালুর থেকে কলকাতাগামী এবং বেঙ্গালুর থেকে ভুবনেশ্বরগামী বিমান দুইটিই তিন হাজার ফুট উচ্চতায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কোথায় আমার ৭ সন্তান? ধ্বংসস্তূপে পাগলের মত খুঁজে চলেছে মা

বেঙ্গালুর থেকে কলকাতাগামী বিমানে ১৭৬ জন যাত্রী ও ছয়জন কর্মী ছিলেন। অন্যদিকে বেঙ্গালুর থেকে ভুবনেশ্বরগামী বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী ও ছয়জন কর্মী।

/এনএএস

Exit mobile version