Site icon Jamuna Television

ঝিনাইদহে দেখা গেল বিলুপ্তপ্রায় মেছোবাঘ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বিলুপ্তপ্রায় এক মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের তেঘরীহুদা গ্রামের মাঠ থেকে স্থানীয় কৃষকরা মেছো বাঘটি আটক করে। সেসময় তাদের পিটুনিতে মরণাপন্ন হয়ে যায় প্রাণীটি।

বর্তমানে মেছোবাঘটি ওই গ্রামের নমির উদ্দীনের বাড়িতে আটকে রাখা হয়েছে। পরে স্থানীয় কোলা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলেও তারা বাঘটি উদ্ধার করেনি। এরপর জানানো হয় বন বিভাগকে।

তেঘরিহুদা গ্রামের জামির হোসেন নামের এক কৃষক জানান, গ্রামের পাশে বিলের মধ্যে একটি পুকুরের পাশে মেছোবাঘটি ছিল। মাঠের কৃষকরা দেখতে পেয়ে তাড়া করে। ভয়ে বাঘটি বিলের পানিরে মধ্যে লাফ দেয়। এসময় তারা তাকে পিটিয়ে আহত করে ও আটক করে গ্রামে নিয়ে আনে।

এ বিষয়ে ঝিনাইদহ জোনের সহকারী বন সংরক্ষক এএফজি মোস্তফা জানান, কোটচাঁদপুরের বনবিভাগ মেছো বাঘটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছে। এরইমধ্যে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।মূলত তারাই বণ্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি দেখভাল করেন।

জেডআই/

Exit mobile version