Site icon Jamuna Television

নাগিন ঠেকাবে করোনাভাইরাস!

যে ভাইরাসে নাস্তানাবুদ গোটা দুনিয়া, আর তা দূর করবে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’।

একতা কাপুর প্রযোজিত এ সিরিয়াল অতি-প্রাকৃতিক কল্পকাহিনি হিসেবে পাঁচটি সিজন শেষ করেছে। এবার আসছে ষষ্ঠ সিজন। নাগিন এর ষষ্ঠ সিজনের প্রেক্ষাপট হিসেবে বেছে নেয়া হয়েছে করোনাভাইরাসকে। সম্প্রতি সেটার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশকে রক্ষা করতে ভাইরাসটির বিরুদ্ধে লড়বে এক নাগিন। আর তা নিয়েই দর্শকদের মধ্যে পড়ে গেছে হট্টগোল।

৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রথমেই এক পুরুষ কন্ঠে শোনা যায়, প্রতিবেশী দেশ এক ভাইরাসকে হাতিয়ার বানিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। হিমালয়ের সাধু-সন্ন্যাসীদের একত্র করে একজন সেই গোপন কথা জানাচ্ছেন তাদের। অপরপ্রান্ত থেকে আরেক ব্যক্তি প্রশ্ন ছুড়ে, তাহলে এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে? তখনই টিজারে নাগিনের আবির্ভাব ঘটে। দেশ রক্ষার জন্য বিষ দিয়ে আরেক বিষকে শেষ করতে আসছে নাগিন।

Exit mobile version