Site icon Jamuna Television

অধ্যক্ষের মুখে অধ্যাপকের ঘুষি, ভিডিও ভাইরালের পর মামলা

ছবি: সংগৃহীত।

জরুরি আলোচনার জন্য অধ্যাপককে ডেকে পাঠিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু কোনো এক কারণে হঠাৎই উঠে দাঁড়ান অধ্যাপক। এরপর মুহূর্তেই লাগিয়ে দেন কয়েকটি ঘুষি।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। একটি সরকারি কলেজের অধ্যাপকের রুমে। ঘটনাটির ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে পুলিশ।

গত ১৫ জানুয়ারি ঘটেছে এই ঘটনাটি। মধ্যপ্রদেশের ওই সরকারি কলেজের নাম ‘নাগুলাল মালব্য গভর্নমেন্ট কলেজ।’ কলেজটির অধ্যক্ষ শেখর মেদমওয়ার ও সহকারী অধ্যাপক ব্রহ্মদীপ আলুনের সাথে কলেজ সংক্রান্ত একটি বিষয় নিয়ে ঘটনাটি ঘটে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটি অধ্যক্ষের ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরার।

ভুক্তভোগী অধ্যক্ষের দাবি, অভিযুক্ত ব্রহ্মদীপ প্রতিদিনই কলেজে এসে পাঁচ কিলোমিটার হাটার নাম করে বেরিয়ে যান। এ কথা জানাতেই অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালাগাল করেন ব্রহ্মদীপ। আচমকা মারধরও শুরু করেন।

তবে ব্রহ্মদীপের দাবি, তাকে ডেকে অপমান করেছিলেন অধ্যক্ষ। তাতেই মেজাজ হারান তিনি। তার অভিযোগ, অধ্যক্ষ সবার সাথেই খারাপ আচরণ করেন।

জেডআই/

Exit mobile version