Site icon Jamuna Television

উচ্ছেদের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ জেরুজালেমে

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পূর্ব জেরুজালেমে। ইসরায়েলের অনেক নাগরিকও যোগ দেয় এই আন্দোলনে।

শেখ জাররাহ এলাকায় পরিবারটিকে দীর্ঘদিনের আবাস থেকে উৎখাতের পরই পথে নেমে আসে বহু মানুষ। তীব্র নিন্দা জানায় ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের। এমন কর্মকাণ্ড ‘লজ্জজনক’ আখ্যা দিয়ে শ্লোগান দেয় তারা। প্রতিবাদে শামিল হন ইসরায়েলের এক পার্লামেন্ট সদস্যও।

এদিকে, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে দফায় দফায় বাক বিতণ্ডা হয় পুলিশের সাথে। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
আরও পড়ুন: ৭০ বছরের আশ্রয় মুহূর্তে গুঁড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী
ইউএইচ/

Exit mobile version