Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় ব্রাজিলের রবিনিয়োর ৯ বছরের শাস্তি বহাল

ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় রবিনিয়োর শাস্তি বহাল রেখেছে ইতালিয়ান সুপ্রিম কোর্ট। এক আলবেনীয় নারীকে ধর্ষণের দায়ে তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিলো আদালত।

২০১৭ সালে দেয়া সেই রায়ের বিপক্ষে ইতালির সর্বোচ্চ আদালতে আপীল করেছিলেন ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ড। কিন্তু তার আপিল খারিজ করে শাস্তি বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়ের বিরুদ্ধে আর কোনো আপিল করার সুযোগ নেই রবিনিয়োর।

উল্লেখ্য, ২০১৩ সালে এসি মিলানে খেলার সময় একটি নাইট ক্লাবে এই ধর্ষণকাণ্ডের জন্ম দেন তিনি। দোষী প্রমাণিত হওয়ায় চার বছর পর তাকে ৯ বছরের কারাদণ্ড দেয় ইতালির একটি আদালত। বর্তমানে ব্রাজিলে অবস্থান করলেও নিয়মানুযায়ী শাস্তি ভোগ করতে হতে পারে রবিনিয়োকে। কারণ, ইতালিতে সংগঠিত অপরাধ যদি ব্রাজিলেও অপরাধ হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে হয়।

প্রসঙ্গত, ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনিয়ো ২০২০ সালের অক্টোবরে নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ক্লাব সমর্থক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর চাপে চুক্তি স্থগিত করে সান্তোস।

Exit mobile version