Site icon Jamuna Television

ভারতে করোনা সংক্রমণ আবারও ৩ লাখ ছাড়ালো

ছবি: সংগৃহীত

আট মাস পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ আবারও তিন লাখ ছাড়িয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) নমুনা পরীক্ষায় তিন লাখ সাড়ে চার হাজার করোনা পজেটিভ শনাক্ত হয় দেশটিতে।

সবশেষ গত বছর মে মাসের মাঝামাঝি ৩ লাখের ওপর সংক্রমণ শনাক্ত হয়েছিলো ভারতে। চলতি সপ্তাহের প্রথম তিন দিন শনাক্তের হার কিছুটা নিম্নমুখী হলেও গত দু’দিনে বেড়েছে আশঙ্কাজনক হারে। বেড়েছে প্রাণহানিও। বুধবার ৪৯৩ জনের মৃত্যু রেকর্ড করা হয় দেশটিতে। সংক্রমণের শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। পরের অবস্থানেই আছে কর্ণাটক। দু’টি রাজ্যেই বুধবার ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। কেরালায় সংক্রমণ ধরা পড়ে ৩০ হাজারের বেশি মানুষের দেহে।

যদিও সেকেন্ড ওয়েভের তুলনায় ভারতে এবার মৃত্যুহার অনেকটা কম। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সেসময় দৈনিক মৃত্যুহার ছিল ২ হাজারের ওপর।

Exit mobile version