Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। আবার চালু হতে পারে স্থগিত পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম- KCNA প্রকাশ করেছে এ তথ্য।

কেসিএনএ জানায়, বুধবার শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন কিম। যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন নীতিমালা আর সামরিক হুমকি বিপজ্জনক রেখা পার করেছে- এমনটাও জানান নেতারা। তাই অগ্রাহ্য না করে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

এতোদিন বন্ধ থাকা পরমাণু বোমা এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করতে পারে পিয়ংইয়ং। সম্প্রতি কোরীয় উপকূলে বেড়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়ংইয়ং। চলতি মাসেই চালিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

ইউএইচ/

Exit mobile version