Site icon Jamuna Television

ওমিক্রনের মাধ্যমে মহামারি শেষ হওয়ার সম্ভাবনা নেই: রুশ বিশেষজ্ঞ

প্রতীকী ছবি।

বিশ্বে অধিকাংশ মানুষের শরীরে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত করোনা মহামারি অব্যাহত থাকবে। রাশিয়ার গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমোয়োলজি এন্ড মাইক্রোবায়োলজি’র গবেষক আলেকজান্ডার গিন্সবার্গ রাশিয়া ২৪ টিভি চ্যানেলকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমার ধারণা প্রত্যেকে এই ওমিক্রনে আক্রান্ত হবে। দুর্ভাগ্যবশত এই মহামারি অবসানের আমি কোনো বৈজ্ঞানিক কারণ দেখছি না। এটি শেষ হতে অনেক সময় লাগবে। বিশ্বের অধিকাংশ লোকের যতদিন না হার্ড ইমিউনিটি তৈরি হবে, ততদিন মহামারি অব্যাহত থাকবে। গিন্সবার্গ সকলকে দ্রুত টিকা নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা দেয়া করোনার ওমিক্রন ধরন পুরো বিশ্বে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রাশিয়ায় মোট এক হাজার ৬৮২ জন ওক্রিমন রোগী শনাক্ত হয়েছে।

Exit mobile version