Site icon Jamuna Television

‘অবৈধ বালু উত্তোলনের কারণে নদী তীর রক্ষা করা যাচ্ছে না’

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

অবৈধ বালু উত্তোলনের হিড়িকের কারণে বাঁধ নির্মাণ করেও নদী তীর রক্ষা করা যাচ্ছে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তৃতীয় দিনের ডিসি কনফারেন্সে অংশ নিয়ে এমনটাই জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, যত্রতত্র বালু উত্তোলন করা যাবে না; নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করতে হবে। এছাড়া সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বালু উত্তোলন করতে হবে বলেও জানান। একই সাথে বাধের ওপর বসতি স্থাপন করা থেকে বিরত থাকতে হবে বলেও।

অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা কমেছে; তবে কিছু বড় দুর্ঘটনা ঘটে গেছে। নদীর নাব্যতা, দূষণ ও দখল রোধে জোর তৎপরতা চালাতে ডিসিদের নির্দেশ দেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম, পশু খাদ্যে ভেজাল এবং নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে প্রশাসকদের তাগিদ দেন।

Exit mobile version