Site icon Jamuna Television

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নবী হোসেন( ৫০) নামে ছোট ভাই নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সদর উপজেলার কামারগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নবী হোসেন কামারগাঁও গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবী হোসেনের সাথে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে সকালে তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version