Site icon Jamuna Television

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে টাইগারদের আধিপত্য

ছবি: সংগৃহীত

আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা হয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানের।

২০২১ সালের ওয়ানডে পারফরম্যান্স বিবেচনায় এই একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন বাংলাদেশের। সেরা অলরাউন্ডার বিবেচনায় আছেন সাকিব আল হাসান। আর উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাদশে আছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি বর্ষসেরা দলের পর এবার ওয়ানডেতেও জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে ডাক পেয়েছেন দু’জন করে ক্রিকেটার। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উইন্ডিজের কোনো ক্রিকেটার একাদশে সুযোগ পাননি। অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে।

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ; পাকিস্তানের তিনজন, নেই কোনো ভারতীয়

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং, জানেমান মালান, ফখর জামান, রসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার ব্যাটনসম্যান), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।

Exit mobile version