Site icon Jamuna Television

ব্রাজিলের বস্তিতে সাঁড়াশি অভিযান, আটক ৩০

সংগৃহীত ছবি

মাদক চোরাকারবার নির্মূলে রিও ডি জেনেরিও’র অন্যতম দুটি বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ব্রাজিলের নিরাপত্তা বাহিনী। কোনো সহিংসতা না হলেও কমপক্ষে ৩০ জনকে আটকের কথা নিশ্চিত করেছেন রিও ডি জেনেরিও’র পুলিশ প্রধান। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর।

বুধবার (১৯ জানুয়ারি) ৪ ঘণ্টা যাবৎ চলে ধরপাকড়।

রিও ডি জেনেরিও’র পুলিশ প্রধান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বস্তি এলাকাগুলোয় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিগগিরই চারপাশের আরও তিনটি বস্তিতে চিরুনি অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহরটির বস্তিগুলোয় চালানো অভিযানে প্রাণ হারান কমপক্ষে ২৯ জন। এদের মধ্যে ছিলেন এক নিরাপত্তা সদস্যও। মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দা-সমালোচনার মুখে পড়ে সেই অভিযান। ২০১৯ সালে অভিযান চলাকালে রেকর্ড ১৮শ’ ১৪ জন প্রাণ হারান রিও ডি জেনেরিওতে।

Exit mobile version