Site icon Jamuna Television

ধানুশ-ঐশ্বরিয়ার সংসার টিকিয়ে রাখতে রজনীকান্তের চেষ্টা

তামিল অভিনেতা ধানুশ ও পরিচালক ঐশ্বরিয়া গত ১৭ জানুয়ারি ঘোষণা দিয়েছেন বিবাহ বিচ্ছেদের। এ দু’জনের সংসার টিকিয়ে রাখতে ঐশ্বরিয়ার পিতা তামিল সুপারস্টার রজনীকান্ত ধানুশের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কিন্তু ধানুশ দেখা করেনি। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, ধানুশ ও এশ্বরিয়া নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন না। আইনের চোখে তারা দম্পতিই থাকতে চান। একসঙ্গে না থেকেও তারা নিজেদের সন্তান যাত্রা রাজা (১৬) এবং লিঙ্গা রাজার (১২) অভিভাবকত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।

এরইমধ্যে হুট করে ধানুশের বাবা তামিল পরিচালক কস্তুরী রাজা জানিয়েছেন, ধানুশ ও ঐশ্বরিয়ার নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে না। দুই পরিবারের মধ্যে বিবাদ বেঁধেছে কেবল।
আর এই বিবাদ মেটাতে রজনীকান্ত তার জামাই ধানুশের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু ধানুশ শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছেন বারবার। এর কারণ, তিনি রজনীকান্তকে অপমান করতে চান না।

Exit mobile version