Site icon Jamuna Television

খেলার মাঠে হিজাব নিষিদ্ধ করছে ফ্রান্স

ছবি: সংগৃহীত

আবারও মুসলিমবিরোধী আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের মন্ত্রিসভার সদস্যরা। নতুন এ আইন অনুযায়ী, খেলা বা প্র্যাকটিসের সময় মাথায় স্কার্ফ পরতে পারবেন না ফ্রান্সের মুসলিম নারী খেলোয়াড়রা। খবর আরব নিউজের।

নতুন আইন সম্পর্কে এক বিবৃতিতে ফরাসি মন্ত্রীপরিষদ সচিব জানিয়েছেন, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়। যেহেতু স্কার্ফ পরলে একটি সাম্প্রদায়িক পরিচয় প্রকাশ পায়, তাই খেলার মাঠে স্কার্ফ নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বিলটি উত্থাপন করে ফ্রান্সের কট্টর ডানপন্থি দল লেস রিপাবলিকান। আর একে সমর্থন দেন ক্ষমতাসীন দলের সদস্যরা। মন্ত্রিসভায় ১৬০-১৪৩ ভোটে বিলটি পাস হয়।

এর আগে, ২০০৪ সালে ফ্রান্সের সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য ধর্মীয় পরিচয়মূলক পোশাক পরিধান ও বহন নিষিদ্ধ ঘোষিত হলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় বহু মুসলিম কিশোরীর, তাদের শিক্ষাজীবনের ভবিষ্যৎ নিমজ্জিত হয় অন্ধকারে।

/এসএইচ

Exit mobile version