Site icon Jamuna Television

একসাথে ৫ জোড়া সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

কিং সালমান আমর্ড ফোর্সেস হাসপাতালের মেডিকেল টিমের একাংশ। সংগৃহীত ছবি

একসাথে ৫ জোড়া সন্তানের জন্ম দিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিলেন সৌদি আরবের এক নারী। গতসপ্তাহে সন্তানদের জম দেন তিনি। বুধবার (১৯ জানুয়ারি) সৌদি গেজেট প্রকাশ করে এই খবর।

সংবাদমাধ্যমটি জানায়, ১২ জানুয়ারি রাজধানী রিয়াদের কিং সালমান আমর্ড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিক উপায়েই শিশুদের প্রসব করেন মা। চিকিৎসকরা জানিয়েছেন, ৩৪ বছরের ঐ নারী বর্তমানে সম্পূর্ণ সুস্থ। শিশুদের ৯০০ থেকে ১১শ’ গ্রামের মধ্যে ওজন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ঐ নারী সন্তান জন্ম দিয়েছেন। টুইটারে খবরটি শেয়ার করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। তবে কোথাও দেয়া হয়নি নবজাতকদের ছবি।

Exit mobile version