Site icon Jamuna Television

আজ মাঠে নামছে রিয়াল ও বার্সা

ছবি: সংগৃহীত

কোপা ডেল রে’র আলাদা ম্যাচে আজ (২০ জানুয়ারি) রাতে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১৬তম রাউন্ডের খেলায় রিয়ালের আজ প্রতিপক্ষ এলচে। আর বার্সা মুখোমুখি হবে অ্যাথলেটিকো বিলবাওয়ের।

লিগে শেষ দুই ম্যাচ জিতে কিছুটা নির্ভার অবস্থায় আছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ম্যানুয়েল ভার্টিনেজ ভালেরোতে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। প্রতিপক্ষ এলচেকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ মার্সেলো-লুকা মড্রিচরা। তাই অনুশীলনে বাড়তি ঘাম ঝরিয়েছে লস ব্লাঙ্কোসরা।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন: ধর্ষণ মামলায় ব্রাজিলের রবিনিয়োর ৯ বছরের শাস্তি বহাল

এদিকে, ইনজুরির কারণে তিন মাসের জন্য ছিটকে গেছেন বার্সার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। তবে অ্যাথলেটিকো বিলবাওকে ছেড়ে কথা বলবে না বার্সেলোনা। লিগে শেষ দুই ম্যাচ হারলেও নিজেদের ঝালিয়ে নিয়ে মাঠে সেরা খেলাটাই উজাড় করে দিতে মরিয়া কাতালান ক্লাবটি। স্যান ম্যাইমস ব্যারিয়াতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২:৩০ টায়।

আরও পড়ুন: আর্জেন্টিনা দলে নেই মেসি, ফিরেছেন দিবালা

Exit mobile version