Site icon Jamuna Television

ওমিক্রন আতঙ্কে ভবিষ্যৎ বিধিনিষেধ ঘোষণা নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিনডা আরডার্ন। সংগৃহীত ছবি

বিশ্বে ওমিক্রন শনাক্ত হয়নি এমন দেশগুলোর কাতারে সবার শীর্ষে নিউজিল্যান্ড। ভ্যারিয়েন্টটির সংক্রমণ আতঙ্কে ভবিষ্যৎ বিধিনিষেধ ঘোষণা করলেন সেদেশের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিনডা আরডার্ন এই বিধিনিষেধ ঘোষণা করেন।

জেসিনডা আরডার্ন বলেন, ওমিক্রনের বিস্তার অবধারিত। তাই ভ্যারিয়েন্টটির প্রকোপ সীমিত রাখার ওপর জোর দিবে কিউই প্রশাসন। তিনি জানান, করোনার নতুন ধরন শনাক্তের পরপরই রেডজোন ঘোষণা করা হবে গোটা নিউজিল্যান্ডে। তবে অতীতের মতো লকডাউনের পথে হাটবে না তার দেশ।

Exit mobile version