Site icon Jamuna Television

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অযুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেয়া যাবে না।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি কার্যকর হবে ২০২২ সালের মার্চ থেকে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকে শিক্ষানবিশ অবস্থায় (অ্যাসিস্টেন্ট অফিসার, ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার) ন্যূনতম বেতনভাতা হবে ২৮ হাজার টাকা। শিক্ষানবিশ কাল শেষ হলে কর্মকর্তাদের শুরুর বেতন হবে ৩৯ হাজার টাকা।

Exit mobile version