Site icon Jamuna Television

স্বামীকে বিক্রির জন্য বিজ্ঞাপন দিলেন স্ত্রী!

ছবি: সংগৃহীত

সময় দেন না স্বামী। তাই রাগে তাকে বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন স্ত্রী। মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে। দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ডে এ ঘটনা ঘটেছে। বিজ্ঞাপনের শিরোনামে ওই স্ত্রী লিখেছেন, ‘হাজব্যান্ড ফর সেল’। এতে ঝামেলায় পড়েছেন খোদ তিনি নিজেই। তাকে নিয়ে ট্রলে মেতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, লিন্ডা ম্যাকঅ্যালিজার নামের এক নারী এ বিজ্ঞাপন দিয়েছেন। সেই সাথে বিজ্ঞাপনটি পড়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানান ওই স্ত্রী। স্বামীকে কিনলে আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দান, ১ মাস পরেই ব্রেকআপ

লিন্ডা জানান, ২০১৯ সালে আয়ারল্যান্ডের নাগরিক জন ম্যাকঅ্যালিজারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে সন্তানও রয়েছে। তার স্বামী পেশায় কৃষক। সংসার বেশ স্বচ্ছল। তবু দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। লিন্ডা আরও জানান, স্বামী তাকে একদমই সময় দেন না। ঘন ঘন বাইরে ঘুরতে যান তিনি। এমনকি বাচ্চার খেয়ালও রাখেন না। তাই এ সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: অধ্যক্ষের মুখে অধ্যাপকের ঘুষি, ভিডিও ভাইরালের পর মামলা

ওই স্ত্রী জানান, বর্তমানে ম্যাকঅ্যালিজারের সাথে থাকেন না তিনি। ফলে তাকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে স্বামীর ছবি, বয়স, উচ্চতা, গায়ের রং, পেশা, ভ্রমণপিপাসা উল্লেখ করেছেন লিন্ডা। স্বামীকে কিনলে আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

/এনএএস

Exit mobile version