Site icon Jamuna Television

লাইবেরিয়ার গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার গির্জায় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৯ জন মারা গেছেন। মৃতের আরও সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

লাইবেরিয়ার পুলিশ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার (১৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে।

লাইবেরিয়া পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, প্রাণহানির হিসাবটি আংশিক, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version