Site icon Jamuna Television

বিয়েতে কেক কাটায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

ছবি: সংগৃহীত

বিয়েতে আজকাল পুরোনো রীতিনীতি যেমন থাকে তেমনই থাকে আধুনিকতার ছোঁয়া। আর তাই আজকাল বিয়ের দিনটিকে স্মরণ করতে অনেকেই কেক কেটে থাকেন। আসলে যে কোনো ভালো কিছু উদযাপন করতে কেক কাটার চল রয়েছে বহু দিন থেকে। সেটা এখন বিয়েতেও দেখা যায়। আর এই কেক কেটেই বিপত্তি হলো এই যুগলের। জানা গিয়েছে, বিয়ের দিন কেক কাটার পরই ডিভোর্সের কথা ঘোষণা করেন নতুন বৌ।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়, মহিলা তার ডিভোর্সের আবেদনে জানিয়েছেন, বিয়ের দিন কেক কেটে সেলিব্রেট হোক তা নিয়ে সমস্যা না থাকলেও কেক মুখে লাগানো হোক তা তিনি চাননি। এই সিদ্ধান্তের কথা আগে থেকেই তিনি তার স্বামীকে জানিয়েছিলেন।

আরও পড়ুন: স্বামীকে বিক্রির জন্য বিজ্ঞাপন দিলেন স্ত্রী!

এর জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন সকলের জন্য কাপ কেক আনানোর। কারণ বিয়ের দিন এমন করতে পারেন তার স্বামী সে বিষয়ে আন্দাজ করতে পেরেছিলেন তিনি। তবে, কাক কেপ না এনে ওয়েডিং কেকই নিয়ে আসেন তিনি। বিয়ের দিন কথা মতোই কেক কাটা হয় এবং কেক কাটার পরই ঘটে বিপত্তি। মহিলা না চাইলেও তার স্বামী তার মুখে কেক দেন। যা একেবারেই ভালোভাবে নেননি তিনি। রেগে তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন একসাথে না থাকার।

অভিযোগে তিনি আরও জানান, আগে থেকে নিষেধ করা সত্ত্বেও এই কাজ তার একদমই অপছন্দ হয় এবং তিনি অপমানিত বোধ করেন। যার ফলে বিয়ের পরের দিনই স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের দাবি জানান তিনি।

আরও পড়ুন: ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দান, ১ মাস পরেই ব্রেকআপ

যদিও মহিলার পরিবার চান, এভাবে যেন তারা আলাদা হয়ে না যান। তাদের যেন কথা হয় এবং সব মিটমাট হয়ে যায় সেদিকে নজর রাখছেন তাঁরা এবং কথা বলানোর চেষ্টা চলছে। বিয়ে ভেঙে যাক তা কখনোই চান না তারা।

/এনএএস

Exit mobile version