Site icon Jamuna Television

কোপা দেল রে: বার্সার বিদায়, রিয়ালের কষ্টার্জিত জয়

ছবি: সংগৃহীত

পাঁচ গোলের নাটকীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রের এবারের আসর থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। অপর ম্যাচে এলচের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করে এলচে। শুরুতেই গিদো কারিয়োর শট ক্রসবারে প্রতিহত হলে লিড নেয়া হয়নি দলটির। প্রথমার্ধের শেষ দিকে বেশ কিছু আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের বাকি সময়েও চলে আক্রমণভাগের ব্যর্থতা। নির্ধারিত সময়ের খেলায় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যেখানে শুরুতেই মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সেলো। ১০ জনের রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ে গনসালো ভের্দুর গোলে। মিনিট পাঁচেকের মধ্যে অবশ্য ইসকোর গোলে সমতায় ফেরে লসব্লাঙ্কোস। শেষ দিকে এডেন হ্যাজার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তি শিষ্যরা।

অপর ম্যাচে দারুণ শুরু পায় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী অ্যাথলেটিক বিলবাও। ইনাকি মুনিয়ানের গোলে লিড দলটির। তবে সদ্য যোগ দেয়া ফেররান তরেসের গোলে দ্রুতই সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচের ৮৫ মিনিটে ইনিগো মার্টিনেসের গোলে আবারও লিড নেয় বিলবাও। ইনজুরি সময়ে পেদ্রির গোল জমিয়ে তোলে ম্যাচ। সমতায় ফেরে কাতালান শিবির। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যেখানে ইনাকির পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় বিলবাওয়ের।

Exit mobile version