
ছবি: রয়টার্স
পাকিস্তানের লাহোরে শক্তিশালী বোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আনারকলি এলাকায় একটি ব্যাংকের সামনে মোটরসাইকেলে করে বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। পাকিস্তান সুপার লীগ শুরুর আগে এমন বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন দেশটির প্রশাসন। হামলার পরপরই গোটা শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply