Site icon Jamuna Television

বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

ছবি: প্রতীকী

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাতটায় মাতুয়াইল মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রহমান, রিয়াজুল ও শারমিন। তারা সবাই সিএনজির আরোহী ছিল। নিহত আব্দুর রহমানের ছোট মেয়ের স্বামী ফাইজুর জানান, পরিবারের চারজন বরিশাল থেকে ভোরে লঞ্চে ঢাকায় এসেছিল। লঞ্চ থেকে নেমে তারা সিএনজি নিয়ে মাতুয়াইলের উদ্দেশে রওনা হয়। গন্তব্যে পৌঁছানোর আগেই একটি বাস তাদের চাপা দেয়৷ চারজনের মধ্যে আব্দুর রহমানের নাতি বেঁচে গেলেও মেয়ে ও মেয়ের স্বামী নিহত হয়েছেন।

Exit mobile version