Site icon Jamuna Television

জমজ বাচ্চার জন্ম দিলো ১৬ বছরের হাতি

সংগৃহীত ছবি

জমজ বাচ্চার জন্ম দিয়ে সাড়া ফেললো কেনিয়ার ১৬ বছর বয়সী একটি হাতি। চলতি সপ্তাহে দেশটির সাফারি পার্কে ঘটে বিরল এ ঘটনা। খবর ইয়াহু নিউজের।

গত ২৮ বছরের মধ্যে এলাকাটিতে দ্বিতীয়বারের মতো হাতির জমজ শিশু জন্ম দেয়ার ঘটনা ঘটলো এমনটিই দাবি দেশটির ‘সেভ দ্যা এলিফ্যান্ট’ নামের একটি সংস্থার। সংস্থাটি বলছে, এর আগে ২০০৬ সালে সবশেষ এমন ঘটনা দেখেছিলেন তারা। তবে পর্যাপ্ত দুধের অভাবে এ ক্ষেত্রে শাবকদের না বাঁচার আশঙ্কা থেকে যায়। তবে সদ্যজাত এ বাচ্চা হাতি দুটি সুস্থ আছে বলে জানান তারা।

Exit mobile version