Site icon Jamuna Television

ওমিক্রনের নতুন উপসর্গ পেটের পীড়া, বাঁচতে ৫ করণীয়

প্রতীকী ছবি।

বিশ্বব্যাপী হু হু করে বাড়ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমণের সংখ্যা। অত্যন্ত মিউটেড এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের নতুন নতুন অনেক উপসর্গ দেখা দিচ্ছে।

চিকিৎসকদের বলছে, ওমিক্রন আক্রান্তদের হালকা জ্বর, গলাব্যথা, নাক থেকে পানি পড়া, খুসখুসে কাশি ইত্যাদি মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। পাশাপাশি জ্বর নেই অথচ আপনি যদি বমিবমি ভাব বা পেট ব্যথায় ভুগে থাকেন, তাহলে সেগুলোও ওমিক্রন সংক্রমণের কারণে হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

চিকিৎসকরা বলছেন, জ্বর-সর্দি-কাশি বা শ্বাসকষ্টের লক্ষণ ছাড়াও যদি হঠাৎই পেটের গোলমাল শুরু হয়, সেক্ষেত্রে কোভিড পরীক্ষা করিয়ে নেয়া উচিত। ওমিক্রন আপনার শ্বাসযন্ত্রকে প্রভাবিত করার পাশাপাশি পেটের গোলমালেরও কারণ হতে পারে। এমনকি যারা দু’টি করে টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রেও এই উপসর্গগুলো লক্ষণীয়।

ওমিক্রনের নতুন উপসর্গগুলো হলো: বমিবমি ভাব, পেটে ব্যথা, বমি হওয়া, খিদে কমে যাওয়া এবং ডায়রিয়া।

এই লক্ষণগুলো দেখা দিলে করণীয়:
১. আধ সিদ্ধ খাবার খাবেন না। ভালো করে রান্না করে তবেই খান।
২. হাতের স্বাস্থ্যবিধি বজায় রাখুন। রান্না বা খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
৩. অন্যের প্লেট থেকে খাবার তুলে এই পরিস্থিতিতে না খাওয়াই ভালো।
৪. ফল খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়ে খান।
৫. এই সময় বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলুন।

সূত্র: লাইভ মিন্ট ডট কম

Exit mobile version