Site icon Jamuna Television

গিনেস বুকে নাম লেখালো চট্টগ্রামের কিশোর

গিসেজ বুকে নাম লেখানো চট্টগ্রামের কিশোর মুনতাকিম।

ফুটবল ফ্রি স্টাইলে রেকর্ড গড়ে গিনেস বুকে স্থান পেলেন চট্টগ্রামের মুনতাকিম। হাতের স্পর্শ ছাড়াই মাথার চারপাশে ৩০ সেকেন্ডে ২৭ বার বল ঘুরিয়ে মিলেছে এ স্বীকৃতি। নিজের দক্ষতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গণে আরও বড় রেকর্ড গড়তে চান সদ্য এসএসসি পাস করা এই কিশোর।

ফুটবলের প্রতি মুনতাকিমের দুর্বলতা সেই ছোটবেলা থেকে। ক্রমেই ঝুঁকে পড়েন ফ্রি স্টাইলে। ছাদে আর মাঠে চলে অনুশীলন। গিনেস বুকে স্থান পেলেও এখানেই থেমে থাকতে চান না চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে সদ্য এসএসসি পাশ করা এই কিশোর।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী গরুর গাড়ি, কদর বাড়ছে ঘোড়ার

অনুশীলনে তার কলাকৌশল দেখতে ভিড় জমে মুগ্ধ দর্শকের। শিশুদের কাছেও বেশ জনপ্রিয় মুনতাকিম। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই সন্তানের এমন সাফল্যে গর্বিত বাবা মাও।

এসজেড/

Exit mobile version