Site icon Jamuna Television

কক্সবাজারে ২৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

ফাইল ছবি।

কক্সবাজারের উখিয়ায় প্রায় ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এ ভয়াবহ মাদকদ্রব্যের মূল্য প্রায় ২৫ কোটি টাকা। বিজিবির দাবি, নিষিদ্ধ ঘোষিত আইস মাদকের এটিই সবচেয়ে বড় চালান।

এ নিয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উখিয়ার পালংখালীর পাকা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদককারবারীরা। আত্মরক্ষায় পাল্টা জবাব দেয়া হয়। একপর্যায়ে মাদকের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। সেখান থেকেই জব্দ করা হয় ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস।

এসজেড/

Exit mobile version